রবিবার, ৩০ মার্চ, ২০২০ খ্রিস্টাব্দ
গত ২৪ ঘন্টায় বাংলাদেশে কোভিড-১৯ এর নতুন শনাক্ত রোগী ১ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগী ৪৯ জন, মোট মৃতের সংখ্যা ৫ জন ।
স
আজ এক ভিডিও ব্রিফিং এ জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান,
”গত ২৪ ঘন্টায় দেশে ১৫৩ জনের নমুনা পরীক্ষা করে নতুন শনাক্ত রোগী ১ জন। এছাড়া যারা চিকিৎসাধীন ছিলেন তাদের মধ্যে আরো ৪ জন সহ মোট ১৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। নতুন সুস্থ ৪ জনের মধ্যে একজনের বয়স ৬০ বছর এর উপরে। এখনও চিকিৎসাধীন ৩০ জন। গত ১২০ ঘণ্টায় নতুন করে কারো মৃত্যুর তথ্য না আসায় মৃতের মোট সংখ্যা আগের মতোই পাঁচজন রয়েছেন। গত দুই দিন কোনো শনাক্ত না থাকায় কেউ হয়তো মনে করছেন বাংলাদেশ ঝুঁকিমুক্ত হয়ে গেছে। আমরা ঝুঁকিমুক্ত হয়ে গেছি, তা বলা যাবে না। এটা বৈশ্বিক সমস্যা। যত দিন সারা বিশ্বে শূন্যের কোটায় না আসবে, তত দিন প্রতিটি প্রতিরোধ কার্যক্রম অনুসরণ করতে হবে। ”