২ এপ্রিল ২০২০: গত ২৪ ঘন্টায় বাংলাদেশে কোভিড-১৯ এ নতুন করে শনাক্ত হয়েছেন ২ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগী ৫৬ জন, মোট মৃতের সংখ্যা ৬ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ২৫ জন। দুপুর ১২.১৫ এ এক ভিডিও ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে সকালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে প্রতি ২৪ ঘণ্টায় প্রতি উপজেলা থেকে কমপক্ষে ২ জনের করে কমপক্ষে মোট ১০০০ জনের নমুনা সংগ্রহের এবং পরীক্ষা করার নির্দেশ দেয়া হয়েছে।
কোভিড-১৯ এ নতুন শনাক্ত ২ জন রোগীই পুরুষ। তাদের এক জনের বয়স ৩০-৪০ বছরের মধ্যে এবং অপরজনের বয়স ৭০-৮০ বছরের মধ্যে। তাদের সংক্রমণের উৎস সম্বন্ধে তদন্ত চলছে। গত ২৪ ঘন্টায় মোট ১৪১ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে। নতুন করে আইসোলেশনে নেয়া হয়েছে ৫ জনকে, এ নিয়ে মোট আইসোলেশনে আছেন ৭৮ জন।
নিজস্ব প্রতিবেদক/সামিউন ফাতীহা