প্ল্যাটফর্ম নিউজ, ৫ নভেম্বর, ২০২০, বৃহস্পতিবার
গত ১লা নভেম্বর, ২০২০ তারিখে কোভিড-১৯ পরিস্থিতিতে প্রভাষকদের কাজের স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননা প্রদান করেন ফরিদপুর মেডিকেল কলেজ-এর মাননীয় অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ মোস্তাফিজুর রহমান।
কোভিড-১৯ পরিস্থিতিতে প্রভাষকদের কাজের
স্বীকৃতিস্বরূপ সম্মাননা প্রদান
কোভিড-১৯ আক্রান্ত রোগীদের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রথমে ডেডিকেটেড আইসোলেশন ওয়ার্ড যা পরবর্তীতে করোনা সংক্রমন বাড়ায় ২৫০ শয্যা বিশিষ্ট করোনা ডেডিকেটেড হাসপাতালে রূপ নেয়। করোনা ডেডিকেটেড হাসপাতাল এবং পিসিআর ল্যাবে
১৮ মার্চ, ২০২০ তারিখ থেকে দায়িত্ব পালন করে চলেছেন মহৎপ্রাণ প্রভাষকবৃন্দ।
তাই তাদের অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ গত ১ নভেম্বর, ২০২০ তারিখে ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ মোস্তাফিজুর রহমান স্যার কলেজ কনফারেন্স রুমে প্রভাষকবৃন্দকে সম্মাননা প্রদান করেন। যা বাস্তবতার প্রেক্ষিতে বাংলাদেশের চিকিৎসকদের জন্য বিরল। এই আয়োজন একইসাথে প্রশংসনীয় ও অনুকরণীয়