২৫ মার্চ, ২০২০
বর্তমান সময়ে মহামারী আকারে ছড়িয়ে পড়া কোভিড-১৯ এর বিস্তার প্রতিরোধে চিকিৎসক ও চিকিৎসা শিক্ষার্থীদের সংগঠন প্লাটফর্ম প্রতিনিয়ত কাজ করে চলেছে। প্লাটফর্মের একটি টিম স্বাস্থ্য অধিদপ্তর এর সাথে সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে, একটি টিম PPE ব্যাংক এর জন্য অনলাইনে অর্থ সংগ্রহ ও PPE সরবরাহের কাজে নিয়োজিত রয়েছে। টেলিফোনে চিকিৎসা সেবা প্রদানের জন্য প্রস্তুত রয়েছ ৪০ সদস্যের একটি টিম। কিন্তু অন্যান্য দেশের মতো আমাদের দেশে যেন এই ভাইরাসটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে না পারে সেজন্য আমাদের দেশব্যাপীসহ সকলের সহযোগিতা প্রয়োজন। এজন্য প্লাটফর্মের পক্ষ থেকে সারাদেশব্যপী ভলেন্টিয়ার সংগ্রহ করা হচ্ছে।
লক্ষ্য ও উদ্দেশ্য
o করোনা ভাইরাসের বিস্তার প্রতিরোধ করা
o জনসচেতনতা সৃষ্টি
o কোভিড-১৯ মোকাবিলায় যথাসম্ভব সহযোগিতা করা।
ভলান্টিয়ার টার্গেট গ্রুপ:
o চিকিৎসক
o মেডিকেল স্টুডেন্ট
o নার্স
o ফার্মাসিস্ট
o অন্যান্য ফ্যাকাল্টির স্টুডেন্ট
পরিকল্পনা :
o ভলেন্টিয়ারদের নিয়ে জেলা ভিত্তিক টিম গঠন করা।
o প্রতিটি জেলাকে পুনরায় উপজেলা ভিত্তিক ভাগ করা।
o প্রতিটি জেলার উপজেলা টিমকে পরবর্তীতে উপযুক্ত প্রশিক্ষণ দেয়া।
মেডিকেল টিমের কাজ:
o টেলিকাউন্সেলিং: ঠান্ডা-সর্দি-জ্বর এ অযথা স্বাস্থ্যকেন্দ্রে ভিড় না করে মানুষ যাতে ঘরে বসে স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারে সেজন্য টেলিফোনে চিকিৎসাসেবা দেয়া।
o ট্রায়াজ মেইনটেইন করতে সাহায্য করা
o নিশ্চিত ও সম্ভাব্য কোভিড-১৯ রোগীর সংস্পর্শে আসা ব্যক্তিকে চিহ্নিত করা এবং কোয়ারেন্টাইন নিশ্চিত করা।
উপজেলা টিমের কাজ:
o নিজে সতর্ক হওয়া এবং সাবধানতা মেনে চলা
o টিমের অন্যান্য সকলকে এই বিষয়ে অবহিত করা
o জনসমাগম এড়িয়ে এলাকার অন্যান্য সকলকে সচেতন করা এবং জনসচেতনতা সৃষ্টি করা।
যেখানে জনসমাগম বেশি হয় এমন জায়গায় (যেমন: এলাকার চায়ের দোকানে) যেয়ে মানুষকে সতর্ক করা।
এলাকার মসজিদগুলোতে মানুষকে করোনা ভাইরাসের বিস্তার সম্পর্কে সচেতন করা।
প্রয়োজনীয় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এলাকায় মাইকিং করা।
নার্স টিমের কাজ:
উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে করোনা আউটব্রেক মোকাবেলায় প্রস্তুত থাকা।
সামগ্রিক কর্মসূচি:
o সকলকে জনসমাগম এড়িয়ে চলার এবং একান্ত প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার আহ্বান জানানো
o জরুরি অবস্থায়
– প্রয়োজনে হোম কোয়ারেন্টাইনের শর্ত মেনে না চলা প্রবাসীদের খুঁজে বের করা।
– এদের সংস্পর্শে আসা মানুষদের খুঁজে বের করা এবং কোয়ারেন্টাইন করা।
করোনা ঝুঁকি মোকাবেলায় আমরা ভলান্টিয়ার খুঁজছি। করোনা ভাইরাসের বিরুদ্ধে এই যুদ্ধ আমাদের সকলের। সময় নষ্ট না করে কোভিড-১৯ প্রতিরোধে এগিয়ে আসার জন্য আপনাদের সবিনয় আবেদন জানাচ্ছি। আগ্রহীদের নিম্নোক্ত ফর্ম ফিলাপ করার জন্য অনুরোধ করা হলো।
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdMEjgkrwIkjYQz5zs5QqoBSdZcGMijRUkQfE5dVF4T9DB8LA/viewform?fbclid=IwAR2xCVq9rjgLX37qqewHT0xbWmpn35D6kCuO__LPnExBZ1qGPLDCI3X5nI0
নিজস্ব প্রতিবেদক/ ফাহমিদা হক মিতি
I want be volunteer.
Very good initiative
I want to be a volunteer