২৪ মার্চ ২০২০: কোভিড-১৯ এর একজন রোগী শনাক্তের প্রেক্ষিতে ২৩ মার্চ সোমবার রাজধানীর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর ঢাকেশ্বরী আবাসিক এলাকা লকডাউনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সোমবার ঢাকেশ্বরী আবাসিক এলাকার পরিবেশ কমিটির সভাপতি অধ্যাপক ড. প্রাণ কানাই সাহা ও সদস্য সচিব ড. আ ফ ম সাইফুল আমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
ঢাকেশ্বরী আবাসিক এলাকায় একজন কোভিড-১৯ এর রোগী শনাক্ত হয়েছে। তাই এলাকাবাসীর সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করে আগামী ১৪ দিন সকলকে নিজ নিজ বাড়িতে বাধ্যতামূলকভাবে অবস্থানের আহ্বান জানানো হয়েছে উক্ত বিজ্ঞপ্তিতে।