মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২০।
অপারেশনের পর একজন রোগী কোভিড-১৯ পজিটিভ পাওয়ায় মিটফোর্ড হাসপাতালের গাইনি ইউনিট-১ ও অবস্টেট্রিকস অপারেশন থিয়েটার লকডাউন করা হয়েছে।
গত শনিবার এক্টোপিক প্রেগন্যান্সি নিয়ে উক্ত রোগী কেরানীগঞ্জ থেকে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ ও মিটফোর্ড হাসপাতালে ভর্তি হয়। শনিবার বিকালেই জরুরিভাবে তার অপারেশন করা হয়। এর পরের দিন তার হঠাৎ তীব্র জ্বর আসায় করোনা সন্দেহে তাকে করোনা আইসোলেশন রুমে রাখা হয় এবং টেস্ট করার জন্য স্যাম্পল পাঠানো হয়।
আজ মঙ্গলবার রিপোর্টে তার করোনা পজিটিভ আসলে তৎক্ষণাৎ গাইনি ইউনিট-১ ও অবস্টেট্রিক অপারেশন থিয়েটার লকডাউন ঘোষণা করে ইউনিটের ২০ জন চিকিৎসক ও নার্সদের কোয়ারান্টাইনে পাঠানো হয়।
এ বিষয়ে ইন্টার্ন চিকিৎসক ডা. সুদীপ্ত বিশ্বাস বলেন, “অপারেশনের আগে রোগীটির করোনা সংশ্লিষ্ট কোনো উপসর্গই ছিল না”। তিনি আরো জানান শুক্রবার কোয়ারান্টাইনে থাকা সমস্ত চিকিৎসকদের করোনা পরীক্ষার জন্য স্যাম্পল নেয়া হবে।
নিজস্ব প্রতিবেদক/ অভিষেক কর্মকার জয়