প্ল্যাটফর্ম নিউজ, ২০ মে ২০২০, বুধবার:
দেশে কোভিড-১৯ সংক্রমণ ও আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধির মধ্যেই সংক্রমণ ঠেকাতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বুধবার থেকে নারায়ণগঞ্জ বন্দরের সব শপিংমল ও বিপণী বিতান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন।
গত ৫ মে সীমিত পরিসরে সামাজিক দূরত্ব মেনে সকল প্রকার ব্যবসা প্রতিষ্ঠান চালু করার অনুমতি দিয়েছিলো নারায়ণগঞ্জ বন্দর প্রশাসন। কিন্তু সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য নির্দেশনা না মানায় পুনরায় বন্দরের সকল প্রকার শপিং মল ও বিপণী বিতান বন্ধের ঘোষণা দিয়েছে প্রশাসন।
গত মঙ্গলবার (১৯ মে) গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা জারি করা হয়।
তবে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান, যেমন কাঁচাবাজার, মুদিপণ্য, খাদ্যদ্রব্য, শিশু খাদ্য, পশু খাদ্য, কৃষিপণ্য, সার, কীটনাশক, জ্বালানির দোকান সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা রাখা যাবে। ওষুধের দোকান ২৪ ঘণ্টা খোলা থাকবে।
নিজস্ব প্রতিবেদক – ফিরদাউস আলম