২৮ মার্চ ২০২০: গত ২৪ ঘন্টায় বাংলাদেশে কোভিড-১৯ এর কোন রোগী শনাক্ত হন নি, পুরোনো রোগীদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগী ৪৮ জন, মোট মৃতের সংখ্যা ৫ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ১৫ জন।
বেলা ১২.১৫ ঘটিকায় এক ভিডিও ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
তিনি আরো জানান, এখন পর্যন্ত সুস্থ হওয়া রোগীদের হাসপাতালে অবস্থান কাল ছিল সর্বোচ্চ ১৬ দিন। তাদের ১ জন কিডনির রোগে ভুগছিলেন, তাকে ডায়ালাইসিস দেবার প্রয়োজন হয়েছিল। ১ জন রোগী উচ্চ রক্তচাপে ভুগছিলেন, তাকে উচ্চ রক্তচাপের চিকিৎসা দেয়া হয়েছে। বাকি সবাইকেই লক্ষণ উপসর্গ ভিত্তিক চিকিৎসা দেয়া হয়েছে।
গত ২৪ ঘন্টায় আইইডিসিআর এর হটলাইনে মোট ৩৪৫০ টি কল এসেছে এবং তাদের মধ্যে আইইডিসিআর এ ৪২ জনের ও চট্টগ্রামের বিএইটিআইডি এ ৫ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে।