প্ল্যাটফর্ম নিউজ
২৪ এপ্রিল, ২০২০, শুক্রবার।
যখন কোভিড- 19 মোকাবেলায় বিপর্যস্ত পুরো বিশ্ব, তখনও থেমে নেই চিকিৎসকেরা৷ ঝুঁকির মাঝেই সর্বোচ্চ চেস্টা করে যাচ্ছেন রোগীর প্রাণ বাঁচানোর।
এন্ডোস্কপি হলো যন্ত্রের মাধ্যমে রোগীর শরীরের ভেতরের অবস্থা দেখার পদ্ধতি। কোভিড- 19 ছড়ানোর ক্ষেত্রে এন্ডোস্কপি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় বর্তমানে বিশ্বজুড়ে রুটিন এন্ডস্কোপি করা স্থগিত রাখা হয়েছে। কিন্তু তবুও আমাদের চিকিৎসকেরা জরুরি অবস্থায় রোগীর প্রাণ বাঁচানোর চেস্টায় কোন কার্পণ্য রাখছেন না। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেপাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব বলেন, “কোভিড- 19 এর ঝুকির মাঝেও গতকাল সন্ধ্যায় একজন মুক্তিযোদ্ধার ERCP (Endoscopic retrograde cholangiopancreatography) করেছি। রোগী পিত্তথলি ক্যান্সারের জন্য জন্ডিসে ভুগছিলেন । যদিও কোভিড- 19 ছড়ানোর ক্ষেত্রে ERCP খুবই ঝুঁকিপূর্ণ, তার মাঝেও আমরা সফলভাবে রোগীর পিত্তনালীতে মেটালিক স্টেন্ট বসাতে সক্ষম হয়েছি। এছাড়াও একজন মধ্যবয়স্ক লিভার সিরোসিসে আক্রান্ত ব্যাক্তির ব্যান্ড লাইগেশন করেছি।”
কোভিড- 19 ঝুঁকির মাঝেও থেমে নেই চিকিৎসকেরা। সর্বোচ্চ চেস্টা চালিয়ে যাচ্ছেন জীবন বাঁচাতে।
নিজস্ব প্রতিবেদক / তাহিয়া তাসনিম