প্ল্যাটফর্ম নিউজ, ৫ নভেম্বর ২০২০, বৃহস্পতিবার
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের গাইনি বিভাগের সহকারী অধ্যাপক ডা. ফারহানা আহমেদ জুয়েল ওভারিয়ান ক্যান্সারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি র’জিউন)। রাজধানীর গ্রীণ লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বিকাল ৪.৩৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৪৯ বছর।
ডা. ফারহানা স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ১৮তম ব্যাচের শিক্ষার্থী। তিনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বরত ছিলেন।
তাঁর মৃত্যুতে প্ল্যাটফর্ম পরিবার গভীরভাবে শোকাহত এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে।