৪ ফেব্রুয়ারী, ২০২০
নিজস্ব প্রতিবেদক
আজ ৪ ফেব্রুয়ারি’২০২০ বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে ডায়াবেটিক এসোসিয়েশন মেডিকেল কলেজ হাসপাতালে সচেতনতা মূলক র্যালী অনুষ্ঠিত হয়।
র্যালিতে উপস্থিত ছিলেন উক্ত কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. জহিরুল ইসলাম মিয়া, প্রফেসর ডা. জে সি সাহা, প্রফেসর ডা. দীপ্তি রানী সাহা, প্রফেসর. ডা রফিকুল ইসলাম, প্রফেসর ডা. হরিদাস বিশ্বাস, সহযোগী অধ্যাপক ডা. শাহানা আহমেদ শ্যামলী, সহযোগী অধ্যাপক ডা. ইসহাক আলী খান, সহযোগী অধ্যাপক ডা. খলিফা মাহমুদ ওয়ালিদ সহ ডায়াবেটিক এসোসিয়েশন মেডিকেল কলেজ হাসপাতাল এর সকল ইন্টার্ন চিকিৎসক। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রেডিওথেরাপী ও অনকোলজি বিভাগের বিভাগীয় প্রধান এবং সহকারি অধ্যাপক ডা. হাসনিনা আক্তার রচি।
প্রথমে সকালে বেলুন উড়ানোর মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। র্যালী কলেজ প্রাঙ্গন থেকে শুরু হয়ে শহরের প্রেসক্লাব প্রদক্ষিণ করে আবার কলেজ গেটে এসে শেষ হয়। এবারের বিশ্ব ক্যান্সার দিবসের প্রতিপাদ্য বিষয় ছিলো “আমি আছি,আমি থাকবো”
প্ল্যাটফর্ম প্রতিবেদক
ডা: মারজানুল হক
ইন্টার্ন চিকিৎসক
ডায়াবেটিক এসোসিয়েশন মেডিকেল কলেজ হাসপাতাল ফরিদপুর