প্ল্যাটফর্ম নিউজ, ২ নভেম্বর ২০২০, সোমবার
ডা. মো. সাজেদুর রহমান শাওন
এমবিবিএস, এমপিএইচ,
এমএসসি, এফআরএসপিএইচ,
এপিডেমিওলজিস্ট & পাবলিক হেলথ রিসার্চার।
মাইকেল জর্ডান NBA তে খেলা শুরু করার দ্বিতীয় বছরে তার পায়ে ফ্র্যাকচার হয়। ট্রিটমেন্ট শেষ হলেও আগের অবস্থায় সম্পূর্ণ ফিরে যেতে তাকে অনেক দিন খেলার বাইরে থাকতে হয়েছিল। কিন্তু তার মাথায় ছিল খেলার নেশা। তাই টিমের থেকে অনুমতি চায় তাকে যেন খেলতে দেয়া হয়।
টিমের ডাক্তার থেকে শুরু করে ক্লাব প্রেসিডেন্ট সবাই তাকে নিষেধ করেছে কারণ যদি সেই ইনজুরিতে সে আবার চোট পায়, তাহলে তার ক্যারিয়ার শেষ হয়ে যেতে পারে। মাইকেল জর্ডান তারপরও বদ্ধপরিকর যে সে খেলবে।
ক্লাব প্রেসিডেন্ট তাকে লজিকালি বোঝানোর জন্য বলে –
“মনে কর যে তোমার মাথা ব্যথা। একটা বোতলে ১০টা ওষুধ দেয়া হলো তোমাকে, এর মধ্যে ৯টা ভালো ঔষধ আর একটা খেলে তুমি মারা যাবে। তুমি কি সেই বোতলের ঔষধ খাবে? “
জর্ডান উত্তর দেয় – “It depends on how bad the headache is.”
অর্থাৎ জীবনে কিছু আছে যেটা অর্জন করার জন্য লজিকের বাইরে গিয়ে বাজি ধরতে হয়।
আমি যখন ঢাকা মেডিকেল কলেজ থেকে পাশ করে ডাক্তারি না করে বরং গবেষণা করার সিদ্ধান্ত নেই, বিসিএস না দিয়ে বিদেশে পড়াশুনা করার জন্য চেষ্টা করি; তখন আমার সিদ্ধান্তগুলিকে লজিকাল মনে হয়নি অনেকের কাছে। সত্যি করে বলতে আমার নিজের কাছে সবকিছুর উত্তর ছিলনা। আমিও জানতাম না যে আমি কি আমার মেধা, শ্রম এবং সময় নষ্ট করছি নাকি আমার জন্য ভালো কিছু অপেক্ষা করছে।
আশেপাশের সবাই যেটা করছে সেটা না করার কারণে দিনশেষে আমার ব্যর্থ হবার সম্ভবনা অনেক বেশি ছিল। কিন্তু আমার যেটা ছিল সেটা হল প্রচণ্ড এক মাথাব্যথা, যেটার জন্য আমি নিজের পছন্দের ক্যারিয়ারকে বেছে নিতে বাজি ধরেছি। আমাকে গবেষণা করতে হবে, নিজের ভালো লাগার কাজ করতে হবে।
নিজের ক্যারিয়ার নিয়ে বাজি ধরে অক্লান্ত পরিশ্রম করেছি বলেই আল্লাহ আজ আমাকে অনেক বেশি কিছু দিয়েছেন। কোটি কোটি টাকা মূল্যের স্কলারশিপ দিয়ে আমাকে পৃথিবীর সেরা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ দিয়েছেন, গবেষণা করার সুযোগ দিয়েছেন। অস্ট্রেলিয়াতে আমার ইউনিভার্সিটি আমাকে জব অফার এর সাথে আমাকে এবং আমার পরিবারকে পার্মানেন্ট রেসিডেন্সির ব্যবস্থা করে দিয়েছে। আর্থিক সচ্ছলতা আছে আমাদের। এইসব কিছু হয়ত আমি আশাও করিনা। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো আমি আমার পছন্দের কাজটাই করতে পারছি।
আমাদের সবার জীবনেই এমন কিছু লক্ষ্য আছে, স্বপ্ন আছে, প্ল্যান আছে যেগুলি অর্জন করার জন্য বাজি ধরা যায়। কঠিন বলে, সবাই করছে না বলে যদি সেগুলি অর্জন না করার জন্য চেষ্টা করি তাহলে শেষ বয়সে আফসোস হবে – “ইশ, যদি একটু চেষ্টা করে দেখতাম, আরেকটু বেশি লেগে থাকতে পারতাম”
আমার জীবনে এখনও এমন কিছু জিনিস আছে যেগুলি অর্জন করার জন্য মাথা ব্যথা হয়। আমি জানি আমি হয়ত হাজার চেষ্টা করেও সেগুলি অর্জন করতে পারবো না, কিন্তু আমি চেষ্টা করছি।
কারণ মাইকেল জর্ডানের মতো করে আমিও বলতে চাই –
“It depends on how bad the headache is.“