২০১৩-২০১৪ সেশন থেকে এমবিবিএস কোর্সে ক্যারি-অন সিস্টেম বাতিল করে সরকার। কিন্তু সরকারের এ সিদ্ধান্ত সকল মেডিকেল শিক্ষার্থীদের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত হওয়ায় সারা দেশের সকল সরকারী-বেসরকারী মেডিকেলের শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে। সারাদেশের সকল মেডিকেল কলেজে একযোগে মানববন্ধন, ক্লাস বর্জন কর্মসুচি চলতে থাকে।
এরই এক পর্যায়ে গত ৮ আগস্ট ক্যারি-অনের পুনর্বহাল করলেও সেটি সম্পর্কে কোন লিখিত ঘোষণা আসে না বিএমডিসি থেকে। এরই প্রতিবাদে স্থায়ীভাবে ক্যারি-অন সিস্টেম পুনর্বহালের দাবিতে আজ ১৩ই আগস্ট বৃহঃস্পতিবার বিএমডিসি কার্যালয় ঘেরাও করেছে মেডিকেল শিক্ষার্থীরা।
শেষ খবর পাওয়া পর্যন্ত তারা বিএমডিসি কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছে। যতক্ষণ পর্যন্ত কোন লিখিত ঘোষণা আসবে না, তারা এই তালা খুলবে না এবং ঘেরাও কর্মসূচি চলতে থাকবে বলে জানিয়েছে সম্মিলিত মেডিকেল শিক্ষার্থীবৃন্দ বাংলাদেশ।
এছাড়া অসমর্থিত সূত্র হতে জানা গেছে ইন্টার্ন চিকিৎসকগণ তাদের সাথে এই আন্দোলনে একাত্মতা প্রকাশের লক্ষ্যে কর্মবিরতিতে যাচ্ছেন।
পরিমার্জনা: বনফুল