বুধবার, ০৮ জানুয়ারি, ২০১৫
রাজধানী ঢাকার কড়াইলের আলো ক্লিনিক পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। এসময় স্বাস্থ্য উপদেষ্টা ক্লিনিকের সামগ্রিক কার্যক্রম পরিদর্শন এবং হাসপাতালে আগত রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবা ব্যবস্থার খোঁজখবর নেন।
আজ বুধবার (৮ জানুয়ারি) সকালে কড়াইলের বস্তিতে যান স্বাস্থ্য উপদেষ্টা। এ সময় বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর, ইউনিসেফ বাংলাদেশের স্বাস্থ্য বিভাগের প্রধান মায়া ভেনডেনেন্টসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সুইডিশ দাতা এজেন্সি সিডার অর্থায়নে পরিচালিত এবং ইউনিসেফের কারিগরি সহায়তায় পরিচালিত আলো ক্লিনিক একটি দুই বছরের পাইলট প্রকল্প, যা শহরের বাসিন্দাদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করছে।
প্ল্যাটফর্ম/