প্ল্যাটফর্ম নিউজ, ৩০ এপ্রিল ২০২০, বৃহস্পতিবার:
দেশের করোনা পরিস্থিতির ৫৪ তম দিনেও থামেনি কোভিড-১৯ এর সংক্রমণের প্রকোপ। গতকাল (২৯ এপ্রিল) খাগড়াছড়িতে প্রথম বারের মত ৩৫ বছর বয়সী এক ব্যক্তির শরীরে করোনাভাইরাসের উপস্থিতি লক্ষ্য করা গেছে। জেলার দিঘীনালা উপজেলার কামুক্কাছড়া গ্রামের বাসিন্দা, পেশায় পোশাক শ্রমিক ঐ ব্যক্তি কয়েকদিন আগে নারায়ণগঞ্জ থেকে এসেছেন। গত ১৮ এপ্রিল থেকেই তাকে কামুক্কাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
খাগড়াছড়ি জেলার সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশের ভাষ্যমতে, শরীরে করোনা উপসর্গ দেখা দেওয়ায় গত ২২ এপ্রিল ঐ ব্যক্তির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য চট্টগ্রাম পাঠানো হয়। গত বুধবার (২৯ এপ্রিল) চট্টগ্রাম থেকে পাঠানো রিপোর্টের ফলাফলে তার করোনা পজিটিভ আসে।
দিঘীনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ উল্লাহ জানান, দেশের বিভিন্ন অঞ্চল ফেরত ৫০ জনকে ওই একই কেন্দ্রে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে। আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এসে তাদেরও সংক্রমণ হয়েছে কিনা তা পরীক্ষা করে দেখা হবে।
নিজস্ব প্রতিবেদক/আব্দুল্লাহ আল মারুফ