প্ল্যাটফর্ম নিউজ, ২৯শে মে, ২০২০, শুক্রবার
খুলনায় কোভিড-১৯ এর চিকিৎসায় শুরু হয়েছে প্লাজমা থেরাপি কার্যক্রম। করোনাভাইরাসে আক্রান্তের পর সু্স্থ হওয়া এক চিকিৎসকের শরীর থেকে গতকাল বৃহস্পতিবার প্লাজমা সংগ্রহ করে তা আক্রান্ত রোগীর শরীরে প্রয়োগ করা হয়।
জানা গেছে, বাগেরহাটের বাসিন্দা স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক মো. মঞ্জুরুল ইসলাম গতকাল খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংকে তাঁর শরীরের প্লাজমা দান করেন। গত এপ্রিল মাসে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হন ও পরে সুস্থ হয়ে ওঠেন।
কোভিড-১৯ থেকে সুস্থ হওয়া ব্যক্তি অপর রোগীকে প্লাজমা দান করতে পারবেন। প্লাজমা দান করতে রেজিস্ট্রেশন করুন –
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfy3zBMnOSR7klk7lTacZ02oFQT5ZUBat0XGKQ8Cyh3cLrVKA/viewform