‘চিকিৎসকদের নিরাপদ কর্মস্থল চাই
সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই’
এই শ্লোগান নিয়ে এক বিক্ষোভ সমাবেশ করে খুলনার চিকিৎসক সমাজ।
উক্ত কর্মসূচিতে বিএমএ খুলনা শাখা, স্বাচিপ(স্বাধীনতা চিকিৎসা পরিষদ) ইচিপ (ইন্টার্ন চিকিৎসা পরিষদ), বাংলাদেশ ছাত্রলীগ, খুলনা মেডিকেল কলেজ শাখার সকল নেতাকর্মী এবং খুলনা মেডিকেল কলেজ,গাজী মেডিকেল কলেজ,খুলনা সিটি মেডিকেল কলেজ এর সকল সাধারণ শিক্ষার্থীদের সরব উপস্থিতি ছিলো।
বিক্ষোভ সমাবেশে উপস্থিত নেতারা এ ঘটনায় দোষীদের সর্বোচ্চ শাস্তি দাবী করে এবং নিরাপদ কর্মস্থলের দাবী নিয়ে সরকারের সুদৃষ্টি কামনা করে।
সদ্য সাবেক হওয়া ইচিপ সভাপতি ডাক্তার সুজাউদ্দিন সোহাগের উপর হামলা ও অস্ত্রের মুখে অপহরণ পূর্বক নির্যাতনের প্রতিবাদে আজ দুপুর ১২ টায় খুলনা মেডিকেল কলেজের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
গত ৮ই সেপ্টেম্বর ভোররাতে একটি ঘটনাকে কেন্দ্র করে ডাক্তার সুজাউদ্দীন সোহাগকে অস্ত্রের মুখে অপহরণ ও নির্যাতনের ঘটনা ঘটে।
দেশে একের পর এক চিকিৎসকদের উপর হামলার ঘটনা ঘটছেই। বর্তমানে কর্মস্থলে চিকিৎসকদের নিরাপত্তার অভাব প্রকট থেকে প্রকটতর হয়ে উঠেছে।চিকিৎসকরা চিকিৎসা দিবে না নিজেদের নিরাপত্তা নিয়ে ভাববে।
সরকারের দৃষ্টি আকর্ষণ করে এক শীক্ষার্থী জানায়, সরকার যদি চিকিৎসকদের নিরাপদ কর্মস্থল দিতে ব্যার্থ হয় তাহলে দেশের চিকিৎসা অবকাঠামো খুব শীঘ্রই ভেংগে পড়বে।
দ্রুতই সরকারের নীতিনির্ধারক দের এ বিষয়ে সুষ্ঠ নীতিমালা ও সেটা বাস্তবায়নের দাবী জানায় এক নেতা।
ওয়াসিফ হোসেন
নপ্রামেক