গত কয়েকদিন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন সনামধন্য পত্রিকায় নিয়মিত প্রকাশিত হয়ে আসছিলো যে ‘সানোফি বাংলাদেশ’ ওষুধ কোম্পানিটি বাংলাদেশ ছেড়ে চলে যাচ্ছে, তাদের তৈরীকৃত ওষুধগুলো আর বাংলাদেশে থাকছে না। এটি সম্পূর্ণ অসত্য খবর বলে বিবৃতি দিয়েছে ‘সানোফি বাংলাদেশ ‘
সেই সাথে টাকার বিনিময়ে বাংলাদেশের ডাক্তাররা ওষুধ লিখে, এরকম একটা খবরের বিরোধিতা করে প্রতিষ্ঠানটির বর্তমান পরিচালক ‘মইন উদ্দীন মজুমদার বলে, “সানোফি বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল মার্কেটিং নিয়েও কোনো মন্তব্যই করে নাই”।
তিনি আরোও বলেন এগুলো সংবাদমাধ্যম গুলোর অসত্য ও ভ্রান্তধারনা সম্বলিত খবর।
সানোফি ৬০ বছরেরো অধিক সময় ধরে বাংলাদেশের ওষুধ শীল্পের পরিচিত নাম,তারা রোগীদের উদ্ভাবনী, সাশ্রয়ী মুল্যের এবং উচ্চমানের স্বাস্থ্যসেবা সমাধানে সজাগ রয়েছে বলে নিশ্চিত করেছে পরিচালক।
নিউজ
ওয়াসিফ হোসেন
নপ্রামেক