প্ল্যাটফর্ম নিউজ
বুধবার , ২২ এপ্রিল, ২০২০
রংপুর মেডিকেলের করোনা ল্যাবে গত ২৪ ঘন্টায় মোট ৯৪ টি নমুনা পরীক্ষা করা হয়। এতে একজন সাস্থ্যকর্মী সহ মোট ৩ জনের শরীরে কোভিড-১৯ পজিটিভ পাওয়া গিয়েছে- এমনটাই জানিয়েছেন রংপুর মেডিকেলের অধ্যক্ষ প্রফেসর ডা.নুরুন্নবী লাইজু। শনাক্তদের মধ্যে রংপুর জেলার শালবন মিস্ত্রীপাড়ার ২৯ বছর বয়স্ক এক নারী, কুড়িগ্রাম রৌমারিতে ২৪ বছর বয়স্ক এক তরুণী গাইবান্ধা সাদুল্লাপুরের ৩০ বছর বয়স্ক একজন নারী সহ মোট ৩ জনে শরীরে করোনা শনাক্ত হয়েছে।
উল্লেখ্য কুড়িগ্রাম ও গাইবান্ধায় আক্রান্ত নারীদের একজন গাজীপুর ও অপরজন ঢাকা থেকে আগত ছিলো। রংপুরের শালবন মিস্ত্রীপাড়ায় আক্রান্ত নারী একজন স্বাস্থ্যকর্মী বলে জানা যায়।
আজ ২২ এপ্রিল বুধবার পর্যন্ত রংপুরে মোট করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে ৬৩ জনের। আক্রান্তদের রংপুর মেডিকেল কলেজ এবং সদ্য উদ্বোধন হওয়া ডেডিকেটেড করোনা হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।এ পর্যন্ত ৪ জন সুস্থ হওয়ার খবর পাওয়া গিয়েছে।
তথ্যসূত্রঃঅধ্যক্ষ,রমেক
নিজস্ব প্রতিবেদক/ মো. আব্দুল্লাহ আল মামুন