প্ল্যাটফর্ম নিউজ, ১৫ মে, ২০২০, শুক্রবার
অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী
গ্রীষ্মের তাপেও হবে না পরাভূত এই জাত শত্রু।
সম্প্রতি বিজ্ঞানীরা কী কী উপাদান করোনা ভাইরাসের বিস্তার রোধ করতে পারে তা নিয়ে গবেষণা করছেন। অনেকগুলো ভৌগলিক স্থানের ভূতাত্ত্বিক উপাদান আর জনস্বাস্থ্য ব্যবস্থা তাঁরা পর্যবেক্ষণ করেছেন। অক্ষাংশ, তাপমান, আদ্রতাসহ অন্যান্য ভৌগলিক উপাদানের করোনা ভাইরাসের উপর প্রভাব নিয়ে গবেষণা করেছেন। সম্প্রতি ক্যানাডিয়ান মেডিকেল এসোসিয়েশন এর জার্নালে এ নিয়ে একটি গবেষণা পত্র প্রকাশিত হয়। জানা যায়, বিভিন্ন জনস্বাস্থ্য বিধি করোনা ভাইরাসের বিস্তার রোধে কার্যকর ভূমিকা রাখলেও, তাপমাত্রার কোন প্রভাব নেই।
ইনফ্লুয়েঞ্জা শীতকালে বেড়ে যায়, ঋতুর সাথে যোগাযোগ আছে ইনফ্লুয়েঞ্জার।
কিন্ত বিজ্ঞানীরা কোভিড-১৯ নিয়ে গবেষণায় দেখলেন ভৌগলিক অক্ষাংশ, তাপমাত্রার সঙ্গে করোনা ভাইরাসের তেমন সংযোগ নেই। গ্রীষ্মকাল চলাকালীন সময় অসুখটি চলে যাবে, এমন ধারণা ঠিক নয়। ঋতু বৈচিত্র্যর কোন প্রভাব নেই এটির উপর।
কোভিড-১৯ বিস্তার রোধে জনসমাবেশের উপর নিষেধাজ্ঞা, স্কুল কলেজ বন্ধ রাখা, সামাজিক দূরত্ব বজায় রাখার মত জনস্বাস্থ্য বিধি মেনে চলতে হবে। এতে ভাইরাসটি একেবারে চলে না গেলেও এর সংক্রমণ ও প্রভাব বেশ কমে যাবে।
(ঈষৎ পরিবর্তিত)