প্ল্যাটফর্ম নিউজ, ২ জানুয়ারি ২০২১, শনিবার
“উষ্ণতার ছোঁয়ায়, মানবতার সেবায়
সদা পাশে আছি মোরা সন্ধানী”
এই স্লোগান সামনে নিয়ে সন্ধানী জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ ইউনিট প্রতি বছর অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছে।
তারই ধারাবাহিকতায় গতকাল ১ জানুয়ারি ৩য় ধাপে সন্ধানী জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ ইউনিটের উদ্যোগে সিলেট নগরের রেলস্টেশন, বন্দরবাজার, লামাবাজারের ফুটপাতে গৃহহীন শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক রায়হান আহমেদ, সাংগঠনিক সম্পাদক মাহদী হাসান, অর্থ সম্পাদক ইসবাত হোসেন সহ অন্যান্য সদস্যবৃন্দ।
তাদের এই মহৎ উদ্যোগ সিলেটের বিভিন্ন মহলে প্রসংশিত হয়েছে।