প্ল্যাটফর্ম নিউজ, ১৮ নভেম্বর, ২০২০, বুধবার
গতকাল, ১৭ই নভেম্বর, মঙ্গলবার গোপালগঞ্জে চিকিৎসক ডা. শেখ সাজ্জাদ হোসেন চিকিৎসা নিতে আসা এক রোগীর হামলার শিকার হয়েছেন। গতকাল ১৭ নভেম্বর, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে গোপালগঞ্জ গোপীনাথপুর ১০ শয্যা বিশিষ্ট সরকারি পল্লী স্বাস্থ্য কেন্দ্রে ঘটনাটি ঘটে। হামলা ঠেকাতে গিয়ে আহত হয়েছেন তাঁর সহকারী ওবায়দুর রহমান।
হামলায় ডা. সাজ্জাদ মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এবং তাঁর অফিস সহকারীও বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়েছে। আহত চিকিৎসক ও অফিস সহকারীকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাটির পরে হাসপাতালটির চিকিৎসকেরা ঐ স্বাস্থ্য কেন্দ্রের বহির্বিভাগে চিকিৎসা সেবা বন্ধ করে দিয়েছেন।
জানা গিয়েছে যে, গতকাল সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলে সিরিয়ালের মাধ্যমে রোগীদের চিকিৎসা দিচ্ছিলেন চিকিৎসক ডা. শেখ সাজ্জাদ হোসেন। এ সময় নাজিম খন্দকার নামে এক রোগী সিরিয়াল ভেঙে তাকে আগে চিকিৎসা সেবা দিতে বললে কথা কাটাকাটির এক পর্যায়ে ঐ যুবক রেগে গিয়ে লাঠি দিয়ে চিকিৎসককে এলোপাতাড়ি প্রহার শুরু করে। পরিস্থিতি সামলাতে গেলে সহকারী কাজী ওবায়দুলকেও লাঠিপেটা করে পালিয়ে যায় রোগী নাজিম। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শেখ সাজ্জাদ এবং ওবায়দুলকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।
ঘটনাটিতে অভিযুক্ত নাজিম খন্দকারের বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুরে। তার বাবার নাম ফটিক খন্দকার।
গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন। হামলাকারী যুবক নাজিম খন্দকারকে দ্রুত গ্রেফতারের দাবী জানিয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোশিয়েন (বিএমএ) নেতৃবৃন্দরা। ঘটনাটির জন্য নাজিমের নামে গোপালগঞ্জ সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।