লেখকঃ ডাঃ সেলিম শাহেদ
শের ই বাংলা মেডিক্যাল কলেজের ২৮ তম ব্যাচের ডা শেহজাদী হত্যার রোমহর্ষক ঘটনাটা নিশ্চয়ই অনেকের মনে আছে।স্বামীর হাতে নৃশংসভাবে নিহত হয়েছিলেন তিনি।সেদিন প্রতিবাদ হয়েছিল অন-লাইনে সেদিন প্রতিবাদ হয়েছিল বাংলাদেশের চিকিৎ্সকদের প্রানের প্রাংগন বি এস এম এম ইউর বট তলা ছাড়িয়ে শাহাবাগ অব্দি।আজ প্রায় অনেক দিন পর একটা ভালো খবর শুনলাম।শুনলাম মানে পোস্ট আকারে দেখলাম ডা শেহজাদী আপার ইয়ারমেট ডা হোসাইন ইমামের স্ট্যাটাসে।
ডা শেহজাদী হত্যার অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করা হয়েছে।এবং সামরিক বাহিনী থেকে তাকে বরখাস্ত করা হয়েছে।
শুনে একটা স্বস্তি পেয়েছি।শান্তি পেয়েছি।আনন্দিত হয়েছি।কারন সেদিন সে আন্দোলনে আমিও ছিলাম।শাহবাগের সে মোড়ে প্ল্যাকার্ড গলায় ঝুলিয়ে হাজারো ডাক্তারের সাথে আমিও দাঁড়িয়ে ছিলাম ঠায়।আমার একটা পোস্ট ও ছিল সেদিন ফেসবুকে!
১
বিয়ের বাজারে চিকিৎসক পাত্রীর কদর বো্ধ হয় খানিক টা বেশী!আমি পুং ডাক্তার হওয়ার সুবাদে আমার কাছে ঘটকালির প্রস্তাব নিয়ে এসেছিল বেশ কয়েকজন পাত্রের মা!
কয়েকজন পাত্র আমার বন্ধু ও ছিল!
এদের মধ্যে দুই জনের প্রস্তাব ছিল এ রকম –
পাত্রী কে অবশ্যই সুন্দর হতে হবে!এবং পাশ করার পর চিকিৎসা সেবাটা শুধু শ্বশুর এবং শ্বাশুড়ীকে দিতে হবে!মানে চাকুরীর পিছে ছোটা যাবে না!
মামা বাড়ি্র আবদার টা আমার কাছে এতটাই অদ্ভুত ঠেকেছিল যে আমি কোন পাত্রীর কাছে প্রস্তাব রাখবো তো দূ্রের কথা নিজেকেই সরিয়ে রাখতাম সে সকল হরিনের মাংস-লোভীদের কাছ থেকে!
আমাদের মেডিক্যালের ২৮তম ব্যাচের ডাক্তার শেহজাদী আফসা সেরকম এক মাংস-লো্ভী্র কাছ থেকে নিজেকে বাঁচাতে পারেন নি!ডাক্তার হওয়া সত্ত্বেও কমিউনিটিতে স্বাস্থ্য-সেবা দিতে পারেন নি!বরং হেঁসেল ঠেলেছেন, সহ্য করেছেন স্বামী্র রডের আঘাত!নিজেকে সো্পর্দ করেছেন নিজের ই পড়া ‘ফরেনসিক মেডিসিনের’ নিথর আইটেমে!
আইনের চোখ অন্ধ!ও স্বাক্ষী খোঁজে!আমি বলবো মাননীয়, আদালত আপনি এ মামলায় এক নম্বর স্বাক্ষী করতে পারেন ‘শেহজাদী আফসা’র বেড রুমের সিলিং ফ্যান টাকে!
ও ই বলে দিবে সব!ও ঘুরতে ঘুরতে সব দেখেছে!দেখতে দেখতে ঘুরেছে!
ছোট বেলায় মু্নী্রের কথা শুনেছিলাম,স্ত্রী রীমাকে ধারালো ছুরি দিয়ে খুন করেছিল সে!তারপর আত্ন-দংশনে জর্জরিত মুনী্র খুকুর কথা ভুলে গিয়ে নিজেই ধরা দিয়েছিল পুলিশের কাছে!সেই মুনী্রের ফাঁসি হয়েছিল!
সেই মুনী্র তো অনেক অনেক সৎ ছিল!তার অনুশোচনা ছিল!
আজকের সময়ের হাই-ব্রিড মুনী্রের কোন অনুশো্চনা নেই!নেই মনস্তাপ!
আমরা ডা শেহজাদী আফসার হত্যাকারীর ফাঁসি চাই!মৃত্যুর আগ পর্যন্ত ঝুলিয়ে রাখতে চাই!
২৬/০৯/১৪