প্ল্যাটফর্ম নিউজ, ২৮ ফেব্রুয়ারী ২০২১, রবিবার
শহীদ মনসুর আলী মেডিকেল কলেজের চক্ষু বিভাগের বিভাগীয় প্রধান ও একাডেমিক কো-অর্ডিনেটর, জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটের শিশুচক্ষু বিভাগের সাবেক বিভাগীয় প্রধান, অধ্যাপক ডা. মো. ফরহাদ হোসেন সম্পাদিত “Basic Hand Book Of Ophthalmology” বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গত শনিবার (২৭ ফেব্রুয়ারী) শহীদ মনসুর আলী মেডিকেল কলেজের লেকচার গ্যালারি-০৪ এ এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে এ আয়োজন সম্পন্ন হয়। অনুষ্ঠানের সভাপতিত্ত্ব করেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ, অধ্যাপক ডা. কাজী জাহাঙ্গীর হোসেন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরা আধুনিক মেডিকেল কলেজের চক্ষু বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. বিপুল চন্দ্র রায়।
শুরুতেই অধ্যাপক ডা. মো. ফরহাদ হোসেন বই নিয়ে তার অনুভূতি প্রকাশের একপর্যায়ে বলেন,
“আমার দীর্ঘদিনের শিক্ষকতা ও চিকিৎসক জীবনের অভিজ্ঞতার আলোকে পরম যত্ন নিয়ে বইটি লিখা শুরু করি। খুব সহজ ভাষায়, তথ্যবহুল উপস্থাপন এবং এমবিবিএস ও পোস্ট গ্র্যাজুয়েশন শিক্ষার্থীদের চাহিদার ওপর ভিত্তি করেই বইটি লিখা। আশাকরছি এটি শিক্ষার্থীদের উপকারে এসে আমার লেখার সার্থকতা ঘটাবে।”
প্রতিষ্ঠানটির শিক্ষক, চিকিৎসক, বিভিন্ন বর্ষের শিক্ষার্থীসহ প্রায় দুই শাতাধিক মানুষের উপস্থিতিতে একে একে বক্তৃতা প্রদান করেন- সহোযোগী অধ্যাপক ডা. গোলাম রসুল, অধ্যাপক ডা. আহমেদউজ জামান, অধ্যাপক ডা. দিনা এ এস হোসাইন, অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, অধ্যাপক ডা. বিপুল চন্দ্র রায়, ডা. তাহিরা সালওয়া, জনাব তৌহিদ শাহরিয়ার, অধ্যাপক ডা. কাজী জাহাঙ্গীর হোসেন প্রমুখ। ইন্টার্ণ চিকিৎসকদের পক্ষ থেকে ডা. সানজিব যাদব এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ২১ তম ব্যাচের শিক্ষার্থী মো. রাকিব সরকার।
বক্তারা বইটির উপযোগীতা, গ্রহণযোগ্যতা নিয়ে নিজেদের অনুভূতি ব্যক্ত করার পাশাপাশি এর থেকে শিক্ষার্থীদের উপকারের বিষয়টি তুলে ধরেন এবং লেখকের এমন উদ্যোগকে সাধুবাদ জানান। বইটির মোড়ক উন্মোচন করেন অধ্যাপক ডা. কাজী জাহাঙ্গীর হোসেন। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন চক্ষুবিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. ফারলিন আহমেদ।