প্ল্যাটফর্ম নিউজ, ২৬ মে, ২০২০, মঙ্গলবার
চট্টগ্রাম মহানগরীর ‘ইম্পেরিয়াল হাসপাতাল’ এবং ‘বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতাল’ কে বিশেষায়িত কোভিড হাসপাতাল ঘোষণা করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। আজ (২৬ মে) একটি অফিস আদেশের মাধ্যমে এ নির্দেশ দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হাসপাতাল অনুবিভাগ) মোঃ সিরাজুল ইসলাম।
চট্টগ্রাম জেলায় আশংকাজনকভাবে কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সংক্রমিত কোভিড-১৯ রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে জননিরাপত্তা বিভাগ এবং জেলা প্রশাসক চট্টগ্রাম থেকে ‘ইম্পেরিয়াল হাসপাতাল’ খুলশি ও ‘বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতাল’ পাহাড়তলীকে বিশেষায়িত কোভিড হাসপাতাল ঘোষণা দেওয়ার অনুরোধ করা হলে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এই অফিস আদেশের মাধ্যমে হাসপাতাল দুটিকে ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতাল হিসেবে গ্রহণ ও পরিচালনার কার্যকরী ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়।