প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১
না ফেরার দেশে চলে গেলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নিউরোসার্জন ও চট্টগ্রামের নিউরো সার্জারির অগ্রদূত অধ্যাপক ডা. এল এ কাদেরী। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি র’জিউন)
কিংবদন্তী এই চিকিৎসক দীর্ঘদিন ধরে প্রোস্টেট ক্যান্সারের সাথে লড়াই করে গত ২৯ আগস্ট, ২০২১, রবিবার সকাল ১১:৩০ ঘটিকায় চট্টগ্রাম নগরীর সিএসসিআর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।
তিনি বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন, চট্টগ্রাম শাখার সাবেক সভাপতি, চট্টগ্রাম মেডিকেল কলেজের নিউরোসার্জারি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ও ইউ.এস.টি.সি’র সাবেক প্রো-ভিসি হিসেবে দায়িত্বরত ছিলেন।
এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতি, চট্টগ্রাম মেডিকেল কলেজ শিক্ষক সমিতি, বাংলাদেশ সোসাইটি অব সার্জন, বাংলাদেশ সোসাইটি অব নিউরোসার্জন, চট্টগ্রাম ডায়াবেটিক সমিতি, সিনিয়র ডক্টরস ক্লাবের সভাপতি ছিলেন।
একজন সুযোগ্য ও সুদক্ষ চিকিৎসক হিসেবে আজীবন মানুষকে চিকিৎসা সেবা দিয়েছেন তিনি।
তাঁর মৃত্যুতে প্ল্যাটফর্ম পরিবার গভীরভাবে শোকাহত এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে।
নিজস্ব প্রতিবেদক
দিলোয়ারা ইয়াসমিন প্রিয়া