২০শে এপ্রিল,সোমবার,২০২০
চট্রগ্রাম মেডিকেল কলেজে পৌছেছে করোনা শনাক্ত করণ কীট আর পিসিআর মেশিন। সোমবার সকালে ১০০০ (একহাজার) কীট সহ পিসিআর মেশিন চট্রগ্রাম মেডিকেল কলেজে পৌছে।চট্রগ্রাম মেডিকেলের মাইক্রোবায়লোজী বিভাগ করোনা শনাক্তকরণ কীট আর পিসিআর মেশিন বুঝে নেয়।
ইতোমধ্যে মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট অধিভুক্ত করোনা শনাক্তকরণ ল্যাব পুরোপুরি প্রস্তুত বলে জানা গেছে।আগামীকাল পিসিআর মেশিন ইন্সটল করা হবে।
অতিশীঘ্রই চট্রগ্রামবাসী এই ল্যাব থেকে অতি দ্রুততম সময়ে করোনা ভাইরাস শনাক্তকরণ করতে পারবে বলে জানা যায়।
তথ্যসূত্র :মো:ফয়সাল ইকবাল চৌধুরী
নিজস্ব প্রতিবেদক
ওয়াসিফ হোসেন