মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫
চলতি বছরে (২০২৫ সাল) কমে এসেছে ডেঙ্গুর প্রকোপ। ধীরে ধীরে কমছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যাও। সারাদেশে গত ২৪ ঘণ্টায় এডিস মশকীবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এক জনের মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৬ জন। চলতি বছরে মোট ১ হাজার ৩৪০ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে ১১ জন মারা গেছেন।
এ ছাড়াও গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২১ জন। চলতি বছরে এ যাবত ১ হাজার ২৩৪ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) দুইজন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) সাতজন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে দুইজন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে একজন এবং খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) চারজন রয়েছেন।
এর আগে ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট এক লাখ এক হাজার ২১৪ জন ও ডেঙ্গুতে মারা গিয়েছেন ৫৭৫ জন।
প্ল্যাটফর্ম/