শুক্রবার, ০৭ মার্চ,২০২৫
চলমান ঘটনার প্রেক্ষিতে আজ চিকিৎসকদের গণশুনানির আয়োজন করা হয়েছে। আজ রাত ১০.০০ ঘটিকায় এ গণশুনানি অনুষ্ঠিত হবে।

মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের “ডিপ্লোমা চিকিৎসক” নামকরণের অপতৎপরতা, নীতি নির্ধারকদের অস্বাভাবিক নির্লিপ্ততা, বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানির অনৈতিক ও আইনবর্হিভূত মার্কেটিং এবং চলমান আমলাতান্ত্রিক কূটচাল রুখতে “অন্তরে বিষের বালি আর কত মুক্তো ফলাই?” শীর্ষক এ গণশুনানির আয়োজন করেছে বাংলাদেশের সকল চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীরা!
প্ল্যাটফর্ম/এমইউএএস