প্ল্যাটফর্ম নিউজ, ১৫ মে ২০২০, শুক্রবার:
“ছোট ছোট বালুকণা, বিন্দু বিন্দু জল,
গড়ে তোলে মহাদেশ, সাগর অতল।”
ক্ষুদ্র ক্ষুদ্র ভালো কাজের মাধ্যমে চাইলেই যে কোন কঠিন দুর্যোগ মোকাবেলা করা সম্ভব। এই প্রত্যয় নিয়ে ৩৯ বছর আগে শুরু হওয়া মেডিসিন ক্লাবের পথচলা আজও অব্যাহত আছে এই বৈশ্বিক করোনা মহামারীতে।
গত দেড় মাস যাবৎ মেডিকেল কলেজের ছাত্র-ছাত্রীদের দ্বারা পরিচালিত মেডিসিন ক্লাব দেশের ক্রান্তিলগ্নে সামান্য কিছু করার চেষ্টা করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় মেডিসিন ক্লাব চালু করেছে তাদের টেলিমেডিসিন সেবা- “হ্যালো মেডিসিন ক্লাব।” বৈশ্বিক মহামারী করোনার কারণে মানুষ এখন ঘর থেকে বের হতে পারছে না, তাই জনগণের স্বাস্থ্যসেবার কথা চিন্তা করে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান মেডিসিন ক্লাব, কেন্দ্রীয় পরিষদের সভাপতি আরমান হোসেন। এছাড়াও অধিকতর জটিল চিকিৎসা সংক্রান্ত সমাধানের জন্য রয়েছে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নেওয়ার সুযোগ। ইতোমধ্যেই অসংখ্য রোগী উক্ত টেলিমেডিসিন সেবার মাধ্যমে চিকিৎসা সংক্রান্ত পরামর্শ গ্রহণ করেছেন।
পাশাপাশি চিকিৎসক ও স্বাস্থ্য সেবাদানকারী কর্মীদের জন্য মেডিসিন ক্লাবের বিশেষ পরিবহণ সেবার কার্যক্রমও ইতিমধ্যেই শুরু হয়েছে। যার মাধ্যমে প্রতিদিন অসংখ্য চিকিৎসক তাদের যাতায়াতের সেবা গ্রহণ করছেন।
আয়োজনে: মেডিসিন ক্লাব, কেন্দ্রীয় পরিষদ
সার্বিক দিক নির্দেশনায়: স্বাস্থ্য অধিদপ্তর
বাস: পার্কলাইন ট্রাভেলস লিমিটেড
জ্বালানি খরচ: বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশন
সহযোগিতায়: মেডিসিন ক্লাব, ডেল্টা মেডিকেল কলেজ ইউনিট।
আগ্রহীরা নির্ধারিত রুটে যাতায়াতের জন্য মেডিসিন ক্লাবের সঙ্গে যোগাযোগ করে উক্ত সেবার অন্তর্ভুক্ত হতে পারবেন।
“Learn and let others learn to serve the humanity in the best possible manner.”
-Medicine Club
নিজস্ব প্রতিবেদক/তানজিলা রিমি