২৮ ডিসেম্বর ২০১৯
গত ২৫শে ডিসেম্বর, চা শ্রমিকদের জন্য বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইন এবং জরায়ুমুখের ক্যান্সার সনাক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়ে গেল, খাদিম নগর চা বাগান, খাদিম নগর, সিলেটে।
ক্যাম্পেইনটি আয়োজন করেছিল “আলোকিত আগামী”। মেডিকেল সহায়তায় ছিল “প্ল্যাটফর্ম”। ক্যাম্পেইনে বিনামূল্যে চিকিৎসা সেবা, বিনামুল্যে ঔষধ বিতরণ এবং ভায়া কার্ড প্রদান করা হয়।
উক্ত ক্যাম্পেইনে অংশগ্রহণ করেন সিলেট ওসমানি মেডিকেল কলেজ, পার্কভিউ মেডিকেল কলেজ এবং নর্থ ইস্ট মেডিকেল কলেজের প্ল্যাটফর্ম টিম। অনুষ্ঠান শেষে সেচ্ছাসেবীদের সার্টিফিকেট প্রদান করা হয়।
স্টাফ রিপোর্টার/তামান্না ইসলাম
You May Like
-
9 years ago
ক্যারি অন পুনর্বহালের দাবিতে মানব বন্ধন