শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
ট্রেইনি চিকিৎসকদের ন্যায্য আন্দোলন নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করেছে বাংলাদেশের জাতীয় দৈনিক ‘আমার দেশ’। আজ (২৭ ডিসেম্বর) পত্রিকার প্রথম পাতায় প্রকাশিত “টার্গেট’ ছাত্র উপদেষ্টাদের দুই মন্ত্রণালয়” শিরোনামের সংবাদের একাংশে লেখা হয় – “এর আগে ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস ব্যানারে ডাক্তাররা হাসপাতালে কর্মবিরতি ও শাহবাগ অবরোধ করে। মঙ্গলবার রাতে সচিবালয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়। এই ঘটনাগুলো একই সূত্রে গাঁথা।”
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন সংবাদে উল্লিখিত চিকিৎসকদের সংগঠন ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস। ডা. জাবির ও ডা. নুরুন্নবী সাক্ষরিত প্রতিবাদ লিপি প্রকাশ করেছে সংগঠনটি।
প্রতিবাদ লিপিতে বলা হয়েছে,
” “ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস সোসাইটি ” একটি অরাজনৈতিক চিকিৎসক সংগঠন। যারা চিকিৎসক দের সাথে হয়ে আসা বৈষম্য এবং ভাতা বৃদ্ধির যৌক্তিক দাবি নিয়ে গত ৩ বছর ধরে আন্দোলন করে আসছে। আপনারা ইতোমধ্যে অবহিত আছেন আজ ২৭ শে ডিসেম্বরের, শুক্রবার “আমার দেশ” পত্রিকার প্রথম পৃষ্ঠায় জাহেদ চৌধুরী লিখিত ‘টার্গেট ছাত্র উপদেষ্টাদের দুই মন্ত্রণালয়’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। যেখানে ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিসের কর্মবিরতি এবং শাহবাগ অবরোধকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। এই আন্দোলনকে সচিবালয়ে আগুন কিংবা প্রশাসনের আমলা সন্ত্রাসীদের আস্ফালনের সাথে একসূত্রে দেখানো হয়েছে অথচ আমাদের সংগ্রাম খোদ এই পতিত আওয়ামী আমলাতন্ত্রের বিরুদ্ধে।
আমরা আরো পরিস্কার করে বলে দিতে চাই, যে বা যারা ফ্যাসিস্ট দের পক্ষ হয়ে জুলাই বিপ্লবের রক্তের বিনিময়ে গঠিত সরকার কে বিপদে ফেলতে চান। বাংলাদেশের সকল চিকিৎসকগণ সে সকল ফ্যাসিস্ট দের বিরুদ্ধে ২য় বার যুদ্ধ ঘোষণা করবে।
দৈনিক পত্রিকা ‘আমার দেশ’ এর দেশপ্রেম এবং সাংবাদিকতার পেশাদারিত্বের প্রতি সম্মান রেখেই আমরা কিছু প্রশ্ন উত্থাপন করতে চাই-
১. আমাদের আন্দোলনকে কি গত তিনবছর ধরে ফলো আপ করা হয়েছে? আপনারা জানেন কি না গত বছর স্বৈরাচারের ফ্যাসিস্ট সরকারের আমলে শাহবাগ অবরোধ করতে গিয়ে পুলিশের মারপিটের শিকার হয় “ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস ” নেতৃবৃন্দ? আপনারা জানেন কি না, চিরাচরিত জামাত শিবির ট্যাগ দিয়ে সবাইকে গুম করে দেয়ার হুমকি দেয়া হয়?
বিগত আন্দোলনের সকল তথ্য উপাত্ত এই প্রতিবাদলিপির সাথে সংযুক্ত থাকবে।
২. আপনারা জানেন কি, সরকার পতনের পর ছাত্র উপদেষ্টা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি, ড্যাব, এনডিএফ সহ সরকারের উচ্চ পর্যায় যেমনঃ সহকারী স্বাস্থ্য উপদেষ্টা প্রফেসর ডা. সায়েদুর রহমান স্যার, স্বাস্থ্য শিক্ষা মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তর মহাপরিচালক, স্বাস্থ্য সচিব স্যার প্রমুখদের সাথে দীর্ঘ তিন মাসের আলোচনা শেষে ভাতা বৃদ্ধির যথাযথ নথিপত্র অর্থমন্ত্রনালয়ে প্রেরণ হয়। সেটারও দেড় মাস পেরিয়ে গেলেও আমলাদের হঠকারিতায় তা অনুমোদন পায় না। ফলে ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস এর নেতৃত্বে সকল পোস্ট গ্রাজুয়েট চিকিৎসক সমাজ রাজপথে নামতে বাধ্য হয়।
৩. আমরা চলতি মাসের ১২ তারিখ বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক দের মাধ্যমে অর্থ সচিবের সাথে আলোচনা করি এবং দ্রুত সময়ের মধ্যে যাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে অনুমোদন দেওয়া হয় তার জন্য ৪৮ ঘন্টার আল্টিমেটাম দেই।
তার সময় পেরিয়ে গেলেও আমরা শান্তিপূর্ণ মশাল মিছিল করি। এরপর ১৫ তারিখ জাতীয় নাগরিক কমিটির মূখ্য সমন্বয়ক সারজিস আলম সহ মন্ত্রনালয়ের বৈঠকে আশ্বস্ত করা হয় এবং জানানো হয় ২ দিনের মধ্যে অনুমোদন হবে। এরপর ৭ দিন পেরিয়েও দূর্নীতিবাজ আমলাদের কারণে তা অনুমোদন হয় না। ফলে ২২ শে ডিসেম্বর সকল পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকগণ রাজপথে নামতে বাধ্য হয়।
৪. এবং সর্বশেষ অতি বিনয়ের সাথে জানতে চাই। নিপীড়িত অবহেলিত বেসরকারি পোস্ট গ্রাজুয়েট ট্রেইনি চিকিতসক যারা আমলাতন্ত্রের শিকার, ভারতীয় চিকিৎসা সিন্ডিকেটের কারণে অবহেলিত ও বঞ্চিত, তাদের ব্যাপারে ভারতীয় আধিপত্যবিরোধী “আমার দেশ “অনলাইন সংস্করণ কোনো প্রবন্ধ বা সংবাদ প্রচার করেছে কি না।
এই সকল প্রশ্ন জানিয়ে এবং উপরোক্ত নির্বন্ধে অপবাদের তীব্র নিন্দা জানিয়ে এই বিষয়ে আপনাদের উত্তর এবং প্রয়োজনে সংশোধনীমূলক বার্তা প্রকাশ করার অনুরোধ জানাচ্ছি।”
পরবর্তীতে সংগঠনের সাংগঠনিক সম্পাদক ডা. হাবিবুর রহমানের নেতৃত্বে চিকিৎসকদের একটি দল পত্রিকার কার্যালয়ে গেলে তার কাছে দুঃখ প্রকাশ করে অনলাইন নিউজ সংশোধন করা হয়েছে।
প্ল্যাটফর্ম/