গতকাল ৫ মার্চ শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে তরুণ পেশাজীবী ফোরামের উদ্যোগে চিকিৎসকদের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশের দাবীগুলো ছিলঃ
# কর্মস্থলে চিকিৎসকদের নিরাপত্তা
# চিকিৎসক সুরক্ষা আইন
# খুলনার তেরখাদার চিকিৎসক ডাঃ আব্দুল্লাহিল মামুন কে নাজেহালকারী সহ সকল চিকিৎসক নির্যাতনকারীর দৃষ্টান্তমুলক শাস্তি
# ক্যাডার সার্ভিসে চিকিৎসকদের যথাযথ মুল্যায়ন / চিকিৎসকদের স্বতন্ত্র সার্ভিস প্রথা চালু
# পে স্কেলে সকল পেশাজীবীর যথাযথ মুল্যায়ন
এদিকে একই দিনে একই দাবীতে খুলনার ডাঃ মিলন চত্বরে সমবেত হন সর্বস্তরের চিকিৎসক, সেবিকা, চিকিৎসা শিক্ষার্থীরা। বাংলাদেশের চিকিৎসা সেবার ক্রান্তি লগ্নে তরুণ পেশাজীবী ফোরামের এই উদ্যোগকে চিকিৎসক সমাজের পক্ষ থেকে স্বাগত জানানো হয়।
তিনটা দাত পড়ে যাওয়া কি নাজেহাল? এটাতো গ্রিভিয়াস ইঞ্জুরী!!!!!! 326 এ কেস হবে