শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মেধাবী ছাত্র এবং ইন্টার্ন চিকিৎসক ডা:তপু কে প্রকাশ্য দিবালোকে তার ক্যাম্পাস থেকে কিডন্যাপ করে নিয়ে গেছে দূবৃত্তরা । চিকিৎসকদের নিরাপত্তার প্রশ্নে আরেক দফা থুতু । রাজপথে নেমেছে শিক্ষার্থীরা ।
এদিকে গতকাল রাতে ২জন ইন্টার্ন ডাক্তারকে একজন রোগী ও তার সাঙ্গপাঙ্গরা টিজজ করে। তারই প্রতিবাদ করতে দুজন ছেলে ডাক্তার আসলে তাদের উপর হামলা চালানো হয়। ডাক্তারদের উপর শারীরিক নির্যাতন ও মহিলা ডাক্তারদেরকে টিজিং এর প্রতিবাদে কুমিল্লা মেডিকেল কলেজের সকল ইন্টার্নী ডাক্তার ও শিক্ষার্থীদের অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ঘোষনা।
প্রেস ব্রিফিংঃ
অান্দোলন ছাড়া কেউ কিছু পায়নি, পাবেও না,তাই বড় ধরনের অান্দোলন চাই
এবারও যাতে সু(!?)বিচারের আশ্বাস (এক প্রকার মুলা) পেয়ে ডাক্তাররা চুপ হয়ে না যায় এটাই প্রত্যাশা।
বড় ধরনের আন্দোলন চাই।সব মেডিকেল এর চিকিৎসা সেবা বন্ধ করে দিলে সরকার একবারে সব ধরনের দাবি মানতে বাধ্য হবে ইনশা আল্লাহ
We’re is our so called Gurdian BMA?? How long they will be busy with Posting & transfer business??