প্ল্যাটফর্ম নিউজ, ৭ জুলাই ২০২০, মঙ্গলবার
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসকদের চলমান কর্মবিরতি স্থগিত করা হয়েছে। সোমবার বিকালে চিকিৎসক অপূর্ব বিশ্বাসের উপর হামলার ঘটনার প্রধান আসামি গ্রেফতার হওয়ায় কর্মবিরতি স্থগিত করে মঙ্গলবার (৭ জুলাই) সকাল থেকে কাজে ফিরলেন তারা।
হাসপাতালে রোগী মৃত্যুর জের ধরে গত শনিবার, কর্তব্যরত ডা. অপূর্ব বিশ্বাসকে রোগীর স্বজনেরা শারীরিকভাবে লাঞ্ছিত করে। এরপর থেকেই দুদিন যাবৎ কর্মবিরতি চালিয়ে যাচ্ছিলেন তারা।
প্রধান আসামি কাজী তরিকুলকে গ্রেফতারসহ নিরাপদ কর্মস্থলের দাবিতে তারা এ আন্দোলন চালিয়ে আসছিলেন। বিএমএ গোপালগঞ্জ জেলা শাখা তাদের এ আন্দোলনে সমর্থন জানিয়ে আগামীকাল মঙ্গলবার সকাল ১০টা মধ্যে প্রধান আসামিকে গ্রেফতারের আল্টিমেটাম দেয়। অন্যথায়, বৃহত্তর আন্দোলনে যাওয়া হবে বলেও ঘোষণা দেয়া হয়।
সোমবার বিকেলে প্রধান আসামী কাজী তরিকুল ইসলামকে বাগেরহাট জেলার মোল্লাহাট থেকে গ্রেফতার করা হয়েছে।
এ ব্যাপারে বিএমএ গোপালগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. হুমায়ুন কবির জানান,
আল্টিমেটাম অনুযায়ী প্রধান আসামি কাজী তরিকুলসহ দুই জন গ্রেফতার হওয়ায় তাদের ঘোষিত কর্মসূচি প্রত্যাহার করে নেওয়া হয়েছে।