১৩ ফেব্রুয়ারী, ২০২০
নিজস্ব প্রতিবেদক
গতকালের মতো এমন ভয়ানক দিন আর আসেনি হয়তো উহানে! একদিনেই মারা গেলেন ২৫৬ জন। নতুন করে কনফার্মড কেইস বেড়েছে প্রায় ১৫ হাজার! এর আগের চেয়ে যা প্রায় তিনগুণ বেশি!
চীনে মৃতের সংখ্যা: ১৩৬৮
কনফার্মড: ৫৯৮৮৩
সাসপেক্টেড: ১৬০৬৭
রিকাভারি: ৫৯১৭
যাদের শরীরে করোনাভাইরাসের লক্ষণ দেখা যাবে, এবং সিটি স্ক্যানের মাধ্যমে ফুসফুসের সংক্রমণ দেখা যাবে তাদেরকেও করোনাভাইরাস সংক্রমিত বলা হবে। এর আগে যথাযথ পরীক্ষা করে ভাইরাসের উপস্থিতি পেলেই তাকে সংক্রমিত বলা হতো।
সম্ভবত নতুন এই সংজ্ঞায়নের কারণে আক্রান্তের সংখ্যার এই উল্লম্ফন দেখা গেছে।
চীনে এমডি কোর্সে অধ্যয়নরত মোকাররম আলাভী জানান, আমাদের হাসপাতাল থেকে আজকে ১৬৮ জনের একটা টিম গেছে উহানে, যার মধ্যে আমার ডিপার্টমেন্টের ১২ জন ডাক্তারও আছেন। তাঁদের সবার জন্যে বিশেষ ভাবে প্রার্থনা। আশাকরি সবাই সুস্থ অবস্থায় ফিরে আসবে।
শোনা যাচ্ছে, হাসপাতালে কোনও রোগিকে ধারন করার মতো অবস্থা নাই। অনেক মাইল্ড কেইসের রোগিকে বাসাতে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এই দুর্যোগ হতে দ্রুতই চীন উত্তরণ লাভ করবে বলে এবং একইসাথে বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সতর্ক থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।