প্ল্যাটফর্ম নিউজ, ৮ জুন, ২০২০, সোমবার
করোনা প্রতিরোধে সহায়তা করতে ১০ সদস্যের চিকিৎসক, নার্স এবং প্রযুক্তিবিদদের সমন্বয়ে গঠিত চীনা মেডিকেল টিম ঢাকায় এসে পৌঁছেছে। সোমবার (৮ জুন) পররাষ্ট্রমন্ত্রী এ.কে. আবদুল মোমেন ও চীনের রাষ্ট্রদূত লি জিমিং হজরত শাহজালাল বিমানবন্দরে তাদের স্বাগত জানান।
চিকিৎসা টিমটি চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন দ্বারা সংগঠিত এবং প্রধানত হাইনান প্রদেশের ১০ অভিজ্ঞ চিকিৎসক নিয়ে গঠিত।
বাংলাদেশে তারা ২ সপ্তাহ থাকাকালীন সময় রোগীদের পরিদর্শন করবেন এবং মনোনীত হাসপাতাল, কোয়ারেন্টাইন সেন্টার ও পরীক্ষার সাইটগুলোতে কাজ করবেন। এছাড়া বাংলাদেশে সহযোগীদের সাথে মহামারী নিয়ে আলোচনা করবেন এবং কোভিড-১৯ নিয়ন্ত্রণ ও চিকিৎসা সংক্রান্ত নির্দেশনা ও প্রযুক্তিগত পরামর্শ দিবেন।