বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪
ছয়টি সরকারি মেডিকেল কলেজের নাম পরিবর্তনের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। গতকাল (৩০ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ডা. মোঃ সারোয়ার বারী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করার কথা বলা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, কর্ণেল মালেক মেডিকেল কলেজ, মানিকগঞ্জের পরিবর্তে মানিকগঞ্জ মেডিকেল কলেজ ; আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ, নোয়াখালীর পরিবর্তে নোয়াখালী মেডিকেল কলেজ ; শেখ হাসিনা মেডিকেল কলেজ, জামালপুরের পরিবর্তে জামালপুর মেডিকেল কলেজ ; শেখ হাসিনা মেডিকেল কলেজ, টাঙ্গাইলের পরিবর্তে টাঙ্গাইল মেডিকেল কলেজ ; বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ, ফরিদপুরের পরিবর্তে ফরিদপুর মেডিকেল কলেজ এবং এম আব্দুর রহিম মেডিকেল কলেজ, দিনাজপুরের পরিবর্তে দিনাজপুর মেডিকেল কলেজ হিসেবে নামকরণ করা হয়েছে।
দিনাজপুর মেডিকেল কলেজের একজন শিক্ষার্থী নাম পরিবর্তনের বিষয়ে প্ল্যাটফর্মকে জানান, “সরকারি মেডিকেলে পড়া স্বত্বেও সাধারণ মানুষ শুধুমাত্র নামের জন্য বেসরকারি মেডিকেল কলেজ ভাবত। পূর্বের নাম ফিরে পাওয়ায় আজ খুবই ভালো লাগছে। সেই সাথে আমি আরো আশা করছি যে, ভবিষ্যতে এভাবে কারো পারিবারিক বা ব্যক্তিগত নাম ব্যবহার করে সরকারি প্রতিষ্ঠানগুলোর মর্যাদা যাতে ক্ষুন্ন না করা হয়।নাম পরিবর্তনের বিষয়ে আমাদের স্মারকলিপি উর্ধতন কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেয়ায় আমাদের অধ্যক্ষ অধ্যাপক ডা. সেখ সাদিক আলী স্যারসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা।”
টাঙ্গাইল মেডিকেল কলেজের একজন প্ল্যাটফর্মকে জানান, “আগে আমাদের মেডিকেলের নামে আরো তিন-চারটা মেডিকেল কলেজ ছিল। বিষয়টা খুবই দৃষ্টিকটু লাগত। নাম পরিবর্তন চাইছি, হইছে – বিষয়টা নিয়ে আমরা খুবই সন্তুষ্ট এবং কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞ।”
উল্লেখ্য যে, ৫ আগষ্ট পরবর্তী সময়ে উক্ত মেডিকেল কলেজগুলোর শিক্ষার্থীরা বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে নাম পরিবর্তনের দাবি তুলে আসছিল।
প্ল্যাটফর্ম প্রতিবেদক: মঈন উদ্দিন আহমদ শিবলী