বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০১৭
জনস্বাস্থ্য শিক্ষার পাঠক্রম হালনাগাদ করা জরুরি বলে মনে করে স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের সচিব ডা. মো. সারোয়ার বারী।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাজধানীর ব্র্যাক টাওয়ারে বাংলাদেশ হেলথ ওয়াচ (বিএইচডব্লিউ) আয়োজিত ‘স্টেট অব প্রফেশনাল পাবলিক হেলথ এডুকেশন ইন বাংলাদেশ’ শীর্ষক নবম দ্বিবার্ষিক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সারোয়ার বারী বলেন, ‘স্বাস্থ্য শুধু একা কোনো মন্ত্রণালয়ের বিষয় নয়, স্বাস্থ্যে সব মন্ত্রণালয়ের সমান হস্তক্ষেপ ও সমন্বয় দরকার। রোগের ধরন পরিবর্তিত হয়েছে, জনমিতি পরিবর্তিত হয়েছে- এ পরিবর্তন প্রতিফলিত করতে পাঠক্রম হালনাগাদ করা জরুরি।’
এর বাইরেও প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে দেশের স্বনামধন্য জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা জনস্বাস্থ্য শিক্ষার বর্তমান চ্যালেঞ্জ ও সুযোগ ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা করেন। প্রশ্নোত্তর পর্ব আলোচক ও অংশগ্রহণকারীরা জনস্বাস্থ্য শিক্ষার নানা গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করেন। যার মধ্যে রয়েছে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের পাঠক্রমের অসামঞ্জস্যতা, ডিগ্রিধারীদের কর্মসংস্থান চ্যালেঞ্জ এবং নানাবিধ সুযোগ সম্প্রসারণের প্রয়োজনীয়তা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ হেলথ ওয়াচের আহ্বায়ক ড. আহমেদ মোশতাক রাজা চৌধুরী। মূল বিষয়বস্তু উপস্থাপনা করেন রিসার্চ কো-অর্ডিনেটর মাহরুবা খানম। আলোচনায় অংশ নেন সিপিডির ফেলো এবং বিএইচডব্লিইউর উপদেষ্টা গ্রুপের আহ্বায়ক অধ্যাপক ড. রওনক জাহান, ইউএসএআইডি’র ডেপুটি অফিস ডিরেক্টর মিরান্ডা বেকম্যান, সুইডিশ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সির (সিডা) স্বাস্থ্য পরামর্শক ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম ও বিএইচডব্লিউ’র প্রোগ্রাম ডিরেক্টর শেখ মাসুদুল আলম।
প্ল্যাটফর্ম/