প্ল্যাটফর্ম নিউজ, ২০ জানুয়ারি, ২০২৪
প্রতি বছরের ন্যায় এবারও ‘জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ফটোগ্রাফি ক্লাব’ আয়োজন করতে যাচ্ছে জাতীয় আন্তঃমেডিকেল ফটোগ্রাফি প্রতিযোগিতা ও প্রদর্শনী ‘Artistic Aesthetics 6.0’।
আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য উক্ত প্রতিযোগিতা ও প্রদর্শনী উপলক্ষে এই মুহূর্তে চলছে ছবি/আলোকচিত্র জমাদান কার্যক্রম। দেশের সকল চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত এই আয়োজনে প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন প্রখ্যাত চিকিৎসক ও ফটোগ্রাফার ডা. রাশেদ উন নবী। প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার ও সনদের ব্যবস্থা। বিস্তারিত দেখা যাবে ফেসবুক ইভেন্টে
https://facebook.com/events/s/call-for-entry-artistic-aesthe/415768910783828
আগ্রহী শিক্ষার্থী ও চিকিৎসকবৃন্দকে আগামী ২৭শে জানুয়ারি ২০২৪ ইং (রোজ- শনিবার) তারিখের মধ্যে ক্লাব কর্তৃপক্ষের ইমেইলে নিজের তোলা ছবি প্রেরণ করার আহ্বান জানানো হয়েছে।
বিষয়বস্তু: উন্মুক্ত
নিজের তোলা ছবি হতে পারে নিম্নোক্ত যেকোন প্রকারের:
১. প্রতিকৃতি (Potrait)
২. মানুষ (People)
৩. দৈনন্দিন জীবন (Daily Life)
৪. পথ (Street)
৫. প্রাকৃতিক দৃশ্য (Nature)
৫. বন ও প্রাণ (Wildlife)
৬.ঐতিহ্য ও সংস্কৃতি (Tradition & Culture)
(কোনোপ্রকার কারসাজি, নগ্নতা কিংবা রাজনৈতিক বার্তা গ্রহণযোগ্য নয়।)
সেকশন:
ক) ডি.এস.এল.আর/ক্যামেরা/ড্রোন সেকশন
খ) মোবাইল ফোন সেকশন
ছবি জমাদানের ইমেইল: [email protected]
জমাদানের সর্বশেষ তারিখ: ২৭ জানুয়ারি ২০২৪
প্রদর্শনী জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ প্রাঙ্গণে ফেব্রুয়ারি ২০২৪ (তারিখ অতিশীঘ্রই জানানো হবে) অনুষ্ঠিত হবে।
এ সংক্রান্ত যাবতীয় তথ্য ও বিস্তারিত নিয়মাবলি জানতে ভিজিট করা যাবে অফিশিয়াল পেইজে
‘JRRMC Photography Club’
https://www.facebook.com/JRRMCPhotographyClub?mibextid=ZbWKwL
সবার অংশগ্রহণে একটি নান্দনিক প্রদর্শনী আয়োজনের ব্যাপারে জারারামেক ফটোগ্রাফি ক্লাব দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ বলে জানিয়েছে।