সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫
কর্মচারী নিয়োগ ও যন্ত্রপাতি ক্রয়ে অনিয়মের অভিযোগে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের উপপরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম রবিবার এ তথ্য জানান।
তিনি বলেন, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আউটসোর্সিং কর্মচারী নিয়োগ ও বিভিন্ন যন্ত্রপাতি ক্রয়ে অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদক, প্রধান কার্যালয় থেকে রবিবার (১৬ ফেব্রুয়ারি) একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে অভিযোগে উল্লিখিত ইনস্টিটিউটের জন্য ক্রয় করা অক্সিজেন হাইপারবারিক থেরাপি (এইচবিও), হেয়ার ট্রান্সপ্লান্ট যন্ত্র এবং লেজার মেশিনগুলো পরিদর্শন করা হয় এবং সেগুলো সচল রয়েছে কি না, তা যাচাই করা হয়। এরপর অভিযোগসংশ্লিষ্ট বিষয়ে রেকর্ডপত্র সংগ্রহ করা হয়।
অভিযানকালে নিরপেক্ষ প্রকৌশলীর উপস্থিতিতে অভিযান পরিচালনাকারী টিম অভিযোগে বর্ণিত স্থানগুলো পরিদর্শন করে এবং নিরপেক্ষ প্রকৌশলীর উপস্থিতিতে কার্যক্রমগুলো পরিমাপ করে। পরিমাপের ভিত্তিতে বিশেষজ্ঞ প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন পাঠানো হবে।
প্ল্যাটফর্ম/