গতকাল ১৫ আগস্ট ২০১৯ জাতীয় শোক দিবস উপলক্ষে ডিজিল্যাব ও প্রসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা ও পরীক্ষা (investigation) করা হয়েছে।
এ ধরনের কর্মসূচি এটাই প্রথম। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে তার বিশাল ত্যাগকে অনুধাবন করে যে সকল চিকিৎসক এ কাজ করেছেন, তারা হলেন ডাঃ মোল্লা নজরুল, ডাঃ শশাংক, ডাঃ শফিউল, ডাঃ মহশিন, ডাঃ তানভীর, ডাঃ লিপি , ডাঃ জিয়া, ডাঃ আজিজ ও ডাঃ সেনহাশিষ নাগ। প্রেসিডন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালের সকলেই এ আয়োজনে উপস্হিত ছিলেন। উল্লেখ্য, বেসরকারী হাসপাতালে এই কাজ করার অনুরোধ মন্ত্রনালয় থেকেই করা হয়েছিল ।
তথ্যসূত্র:
প্রফেসর আ ন ম নৌশাদ খান
অধ্যক্ষ, প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ
প্ল্যাটফর্ম ফিচার রাইটার:
সামিউন ফাতীহা
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ, গাজীপুর