২৪ফেব্রুয়ারি, ২০২০
অনিবার্য কারনবশত আসন্ন হাম-রুবেলা ক্যাম্পেইনের সময়সূচি ২০২০ পুনঃনির্ধারন করা হয়েছে। ক্যাম্পেইন সুষ্ঠভাবে পরিচালনার জন্য শিশু রেজিস্ট্রেশন, মাইক্রোপ্ল্যানিং, প্রশিক্ষণ ও অবহিতকরণ সভাসহ যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করার জন্য সময়সূচিতে এই পরিবর্তন সাধন।
পরিবর্তিত সময়সূচি অনুযায়ী দেশব্যাপী হাম-রুবেলা ক্যাম্পেইন-২০২০ ২৯ ফেব্রুয়ারি- ২১ মার্চের পরিবর্তে ১৮ মার্চ- ১১ এপ্রিল অনুষ্ঠিত হবে।
১৮ মার্চ থেকে ২৪ মার্চ প্রথম সপ্তাহে সকল শিক্ষা প্রতিষ্ঠানে আর ২৮ মার্চ থেকে ১১এপ্রিল দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহে নিয়মিত/ স্থায়ী টিকাদান কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
এই সময়ের মধ্যে নয় মাস থেকে শুরু করে ১০ বছরের কমবয়সী সকল শিশুকে হাম-রুবেলার টিকা দিতে হবে।
পূর্বে হামের টিকা বা এমআর টিকা পেয়ে থাকলেও অথবা হাম বা রুবেলা রোগে আক্রান্ত হলেও ঐ বয়সের সকল শিশুকে ১ ডোজ এম-আর (হাম-রুবেলা) টিকা দেয়া হবে।
নিজস্ব প্রতিবেদক/ডা. মোশাররাত রহমান মৌ