দেশের জামালপুর ও নেত্রকোনার বন্যাদুর্গতদের সেবায় এগিয়ে এলো Mymensingh Division Medical Students Association ।
গত ৪ এবং ৫ সেপ্টেম্বর Mymensingh Division Medical Students Association এর উদ্যোগে জামালপুর ও নেত্রকোনার বন্যাকবলিত এলাকায় অনুষ্ঠিত হয়ে গেল এই বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ প্রদান কার্যক্রম ।
ডাঃ রাজেশ বৈশ্যের সার্বিক তত্ত্বাবধানে নেত্রকোনার মদন উপজেলায় এবং ডাঃ আবু নাসের সবুজের সার্বিক তত্ত্বাবধানে জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় সহস্রাধিক দুঃস্থ রুগিকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ প্রদান করা হয়েছে
সাথে ছিল অ্যাসোসিয়েশনের একঝাঁক কর্মোদ্যম নিবেদিতপ্রাণ চিকিৎসক ও মেডিক্যাল শিক্ষার্থী।তন্মদ্ধে ডাঃকাফি, ডাঃ শাহীন,ডা মাসুদ,দেবাশীষ,আবু সুফিয়ান,আকাশ,শের শাহ,রাহিম,রনি,সিফাত,ধ্রুব সূর্য,সুদীপ্ত, রিয়াসাত সহ আরো অনেকের কঠোর পরিশ্রমে দুটি হেলথ ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন হয়েছে।
তথ্য দিয়েছেনঃ
ডাঃ আবু নাসের সবুজ