৫ মার্চ ২০২০: জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ভাইরাস রোগী সনাক্তের বিষয়ে ফেইসবুকে প্রচারিত সংবাদটি সম্পূর্ণ ভূয়া ও বানোয়াট। এ ধরণের সংবাদে কাউকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মো. তারেক আজাদ।
তিনি জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ভাইরাস আক্রান্ত রোগী পাওয়া গিয়েছে বলে সংবাদ প্রকাশিত হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা। এখন পর্যন্ত আমাদের হাসপাতালে কোন করোনা আক্রান্ত রোগী সনাক্ত করা হয়নি। এ ধরণের সংবাদে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
নিজস্ব প্রতিবেদক/তারেক হাসান