শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
গুমের শিকার ব্যক্তি, ক্ষতিগ্রস্ত পরিবার ও জুলাই যোদ্ধাদের মানসিক স্বাস্থ্য পুনর্বাসনে সরকারি, বেসরকারি ও পারিবারিক পর্যায়ে জরুরি উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনরা।
শুক্রবার (২৫ এপ্রিল) পর্যটন ভবনে সেন্টার ফর অল্টারনেটিভ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (সিএডিএফ) এবং যুক্তরাজ্যের রয়েল কলেজ ফর সাইকিয়াট্রিস্টসর যৌথ আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় বক্তারা এই আহ্বান জানান।
কর্মশালায় বক্তারা বলেন, গুমের শিকার অনেকেই মানসিক চাপ ও আতঙ্কে চিকিৎসা নিতে চান না, তাই তাদের পরিবারের মাধ্যমেই মানসিক চিকিৎসা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে হবে। গুম ও জুলাই বিপ্লবের ঘটনাগুলো পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করতে হবে।
রয়েল কলেজ অব সাইকিয়াট্রিস্টস-এর চেয়ারম্যান ডা. আনিস আহমেদ বলেন, রাষ্ট্রীয় নিপীড়নের প্রভাব শুধু ভুক্তভোগীর মধ্যে সীমাবদ্ধ থাকে না, তা পরিবার ও আশেপাশের মানুষকেও প্রভাবিত করে। শিশুদের জন্য আর্ট থেরাপি কার্যকর হতে পারে।
এই কর্মশালায় প্রায় ২০০ জন দেশি-বিদেশি অতিথি, কূটনীতিক, সরকারি প্রতিনিধি, নাগরিক সমাজ, রাজনৈতিক দল, গণমাধ্যমকর্মী, ছাত্র ও জুলাই যোদ্ধারা অংশ নেন।
প্ল্যাটফর্ম/এমইউএএস