বুধবার সকাল থেকেই ওটিতে বিভিন্ন অপারেশন চলছিল। একসময় বিদ্যুৎ চলে যায় তখন জেনারেটর চালিয়ে পরবর্তী অপারেশন করার প্রস্তুতি চলছিল। এসময় অপারেশন থিয়েটারে থাকা তিনজন চিকিৎসক, পাঁচজন নার্স ও একজন সুইপার মাথা ঘুরে অসুস্থ হয়ে পড়েন।
ঘটনাটা রাজবাড়ী আধুনিক সদর হাসপাতালে অপারেশন থিয়েটারে।
অসুস্থরা হলেন-ডা. আসফ মাহমুদ, ডা. দিপক কুমার বিশ্বাস, ডা. আশরাফুজ্জামান, সিনিয়র স্টাফ নার্স লাবনী চাকলাদার, সুলতানা বেগম, মালতি দাস, সালমা পারভিন, ইন্টার্ন নার্স হোসনেয়ারা খাতুন ও সুইপার জয়।
ধারণা করা হচ্ছে, বদ্ধ অপারেশন থিয়েটারের মধ্যে জেনারেটর থেকে নির্গত কার্বন ডাই অক্সাইডের প্রভাবে এমন হয়েছে।
Next Post
কক্সবাজারে ও কুড়িগ্রামে ভুয়া চিকিৎসক আটক!
Thu Sep 25 , 2014
২৪ তারিখ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে কুড়িগ্রামে এরশাদুল ইসলাম নামে এক ভুয়া দন্ত চিকিৎসককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান এ আদেশ দেন।আদালত সূত্র জানায়, দুপুরে কুড়িগ্রাম পৌর এলাকার দন্তঘর নামে একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ভুয়া চিকিৎসক এরশাদুল ইসলামকে আটক করে এ সাজার আদেশ […]
You May Like
-
10 years ago
রোড একসিডেন্টে আবারো এক চিকিতসকের মৃত্যু
-
9 years ago
চিকিৎসক যেখানে সৃষ্টিকর্তার প্রতিনিধি