ব্র্যাক ইউনিভারসিটির জেমস পি গ্র্যান্ট স্কুল অফ পাবলিক হেলথে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বাংলাদেশের শিক্ষার্থীরা অনলাইনে ৩০ সেপ্টেম্বর, ২০১৬ এর ভিতর আবেদন করতে পারবেন। ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ক্লাশ শুরু হবে ২০১৭ সালের জানুয়ারির সপ্তাহে।
ভর্তির বিজ্ঞপ্তি এখান থেকে ডাউনলোড করুন
Tue Jul 5 , 2016
পল্লিচিকিৎসক হয়েও নামের সঙ্গে ‘ডাক্তার’ ব্যবহার করায় নোয়াখালীর এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা ও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোনাইমুড়ী বাজারের রেলস্টেশন এলাকার ওই ব্যক্তির নাম শ্যামল চন্দ্র শীল (৪৫)। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রহিমা খাতুন গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় এ অভিযান ও আদালতের কার্যক্রম পরিচালনা […]
হাসনাত সুজন
F
ata ki????
ফ্রেশ গ্রাজুয়েট রা কি এলাউড?
yes
দাদা, এপ্লাই করব? পরামর্শ দেন। নাইটআছে। পরে আপনাকে ফোন দেব। ফ্রি থাকেন কখন?
f
cost kemon?
বিজ্ঞাপনেই লেখা আছে। ৭৫০০০০ টাকা।
eto tk???????;(
জি, সামান্যই তো 😛
taile go ahead 😉
আপু, আমি তো নিপসমে ভর্তি হয়েছি এবার। ক’দিন বাদে ক্লাস শুরু হবে 😀
good.I am thinking about NSU
That’s also good. Thinking of building career in public health?
yes
Cost?
৭৫০০০০ টাকা