প্ল্যাটফর্ম নিউজ
বুধবার, ১৫ই এপ্রিল, ২০২০ খ্রিস্টাব্দ
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি ও অবস্টেট্রিক্স বিভাগের তিনজন ডাক্তার কোভিড ১৯ আক্রান্ত হওয়ার পরও সংস্পর্শে আসা চিকিৎসকদের দিয়ে বিভাগটির চিকিৎসা কার্যক্রম চালু রেখেছে কর্তৃপক্ষ। সংস্পর্শে আসা চিকিৎসা সেবাদানকারীদের মাধ্যমে আক্রান্ত হয়েছেন আরো একজন চিকিৎসক।
এ ব্যাপারে হাসপাতালের একজন চিকিৎসক জানান, আক্রান্ত চিকিৎসককে কোভিড-১৯ পজিটিভ হওয়ার পরও ডিউটি এবং অপারেশন করতে হয়েছিল, যার ফলে আরো কতজন সংক্রমিত হয়েছে ঠিক বলা যাচ্ছে না। লেবার কমপ্লেক্সে ২১২ এর ওয়ার্ড একটাই, যেখানে ছয় ইউনিটের রোগীরা ছয়দিন আসেন। এডমিশন ও পোস্ট এডমিশন ২১২ এর সিজারিয়ান সেকশন অপারেশন থিয়েটারে হয়, যখন এক ইউনিটের এডমিশন তখন অন্য ইউনিটের পোস্ট এডমিশন (অপারেশনের পরদিন, এটি খুবই গুরুত্বপূর্ণ দিন) চলতে থাকে।
এ সময় জরুরি সমস্যা নিয়ে ৪০-৫০ জন রোগী ভর্তি হন। কোন কোভিড-১৯ আক্রান্ত বা সম্ভাব্য রোগী কোনো গাইনি অথবা অবস্টেট্রিক্স সংক্রান্ত ইমার্জেন্সি নিয়ে ২১২ নং ওয়ার্ডেই আসেন। অনেক সময় খুব দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হয়, ১৪-১৫টি অপারেশন করতে হয়; সেই সাথে অন্যান্য প্রসিডিউর তো আছেই।
তাছাড়া একই বেডেই একের পর রোগী আসছেন।
২-৩ জন কোভিড ১৯ পজিটিভ রোগী আসার পর নেওয়া হয় ওয়ার্ড যথাযথভাবে ডিসইনফেকটেড করার ব্যবস্থা।
কোভিড-১৯ আক্রান্ত চিকিৎসকদের আইসোলেশন অথবা কোয়ারেইন্টাইনের ব্যবস্থা নিয়েও উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কোনো আলোচনা হয়নি বলে অভিযোগ পাওয়া যায়। অপর্যাপ্ত নিম্নমানের PPE (বিশেষ করে N95 বা একই মানের মাস্ক নেই) সরবরাহের কারণে হুমকির মুখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনী এবং অবস্টেট্রিক্স বিভাগ ও এনেস্থেওলজিস্টরা।
নিজস্ব প্রতিবেদক
সুবহে জামিল সুবাহ