প্ল্যাটফর্ম নিউজ, ৩০ জুন ২০২০, মঙ্গলবার
কামাল উদ্দিন
অষ্টম ব্যাচ, খুলনা মেডিকেল কলেজ
ঝড় উঠেও থেমে গেছে ঝড়
যখন যে মার খায় অপমানিত হয়
যখন আসে লাশের খবর,
তখনই সে বুঝে আন্দোলন করা
তার খুবই গুরুতর।
বাকি সব মারে উঁকি দেখি দেখি
আহা! কত সমবেদনা মনে কত যন্ত্রণা
তাৎক্ষণিক প্রতিবাদে কেঁপে ওঠে অন্তর,
আকাশ বাতাস রাজপথ প্রকম্পিত করে
এই বুঝি উঠিল সাহারার মরু ঝড়
গাছপালা দালানকোঠা কাঁপে থত্থর।
ভয়ে সব সন্ত্রাসী অত্যাচারী জালিম হিংস্র রক্ত পিপাসু পশু জানোয়ার পালিয়ে গেছে অপার।
কিন্ত না! পালায়নি, লুকায়নি
ঘুরছে তারা হয়ে যাযাবর,
আন্দোলনের যারা দিয়েছে ডাক
তারা এখনো ছাড়েনি ঘর,
ঝড় উঠেও থেমে গেছে ঝড়।
আবার যখন আঘাত হানবে হায়েনা
পড়বে যখন কারো লাশ,
মজলুমের কান্নায় ভারী হবে বাতাস।
আবার যখন লুণ্ঠিত হবে কারো সম্ভ্রম
লাঞ্ছনা নির্যাতনে বন্ধ হয়ে আসবে দম,
তখন যেন তারা বীর মুজাহিদ একদম।
তখন পাশে নেই কেউ,
কারন সেদিন তোমার প্রাণে লাগেনি প্রতিবেশীর আর্তনাদের ঢেউ।
এভাবেই মার খাবে তোমরা সব,
একে অপরের বিপদে যদি থাক নিরব।
নেকড়ে সবাইকে একসাথে করেনা নিশানা
একের পর একের উপর দেয় তারা হানা।
তোমরা যদি না জাগো একসাথে
তোমরা যদি না পারো একত্রিত হতে
তোমরা কেউ রেহাই পাবেনা,
তারা একসাথে করে না নিশানা।
এই জুলুম নির্যাতন শোষণ থেকে যদি চাও মুক্তি,
আগে গড়তে হবে তোমায় একতার শক্তি।
নেকড়ে একবার পায় যদি রক্তের স্বাদ,
নামিতে পারে পুরো এলাকায় বিষাদ।
তোমরা কেউ নও নিরাপদ,
নিরাপদ নয় আজ কারো ঘর
যে ঝড় উঠেছে তাকে আরো কর বেগমান
বাঁচাতে আজ নিজেদের মান সম্মান।
ভুলে যাও ভেদাভেদ আপন পর
যে ঝড় উঠেছে থামতে দিওনা সেই ঝড়।